Beta

প্রথম সন্তান আসছে, জানালেন সমকামী ক্রিকেটার দম্পতি

২১ আগস্ট ২০১৯, ১৩:৩৬

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের নারী দলের ক্রিকেটার অ্যামি স্যাটার্থওয়েইট ও লিয়া তাহুহু। ছবি : সংগৃহীত

গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের খেলোয়াড় অ্যামি স্যাটার্থওয়েইট। ২০১৭ সালের মার্চে দলের অপর ক্রিকেটার লিয়া তাহুহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অ্যামি। ২০১৪ সালে তাঁদের এনগেজমেন্ট হয়।

সন্তানসম্ভবা হওয়ার খবর জানাতে অ্যামি স্যাটার্থওয়েইট টুইটারে লেখেন, ‘লি ও আমি খুবই আনন্দিত যে নতুন বছরের শুরুর দিকেই আমাদের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছি। এই নতুন অধ্যায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’  জবাবে রিটুইটে লিয়া তাহুহু তিনটি লাভ ইমো চিহ্ন দিয়ে লেখেন, ‘অবশেষে আমরা তিনজন।’

 

নিউজিল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ১১৯ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যামি স্যাটার্থওয়েইট। ৯টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। অন্যদিকে ৬৬ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিয়া তাহুহু।

কোনো দাতা পুরুষের শুক্রাণু নারী দম্পতির কোনো একজনের গর্ভে রেখে নির্দিষ্ট সময় ও পদ্ধতি মেনে সন্তান ধারণ করতে পারেন সমকামী নারী দম্পতি। ২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ।

Advertisement