Beta

ছেলেসন্তানের বাবা হলেন রুবেল

০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৪

স্পোর্টস ডেস্ক

ছেলেসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৪১ মিনিটে ছেলেসন্তানের মা হয়েছেন রুবেলের স্ত্রী দোলা হোসেন। মা-সন্তান দুজনেই বর্তমানে সুস্থ আছে বলে এনটিভি অনলাইনকে জানালেন এই ফাস্ট বোলার।

প্রথম বাবা হওয়ার অনুভূতি নিয়ে মুঠোফোনে এনটিভি অনলাইনকে রুবেল বলেন, ‘আসলে বাবা হওয়ার অনুভূতি এতটাই আনন্দের যে বলে বোঝানো যাবে না। নিজের সন্তানকে প্রথম দেখার পর খুব আনন্দ হয়েছে আমার। আমার পরিবার, আমি ও আমার স্ত্রী দোলা সবাই অনেক খুশি। খুব ভালো লাগছে। মা-ছেলে দুজনেই ভালো আছে। নাম এখনো ঠিক করিনি, দুই একদিনের মধ্যে নাম ঠিক করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও বাবা হওয়ার সুখবর জানিয়ে দিয়েছেন রুবেল। মা ও ছেলের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে পুত্রসন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৬ সালে হঠাৎ করে সবার অগোচরে বিয়ে করেন রুবেল। মিডিয়ার একেবারেই বাইরের একজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

এরপর গত ১০ আগস্ট নতুন করে খুশির খবর দিয়েছেন রুবেল নিজেই। বাবা হতে চলছেন তিনি। নিজের ভেরিফায়েড পেসবুক পেজে রুবেল সবার কাছে দোয়া চেয়েছেন অনাগত সন্তানের জন্য। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছেন। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।’

নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বিসিবি থেকে ছুটি নিয়ে রেখেছিলেন রুবেল। যার কারণে তাঁকে আফগানিস্তানের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ কিংবা একমাত্র টেস্টে স্কোয়াডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement