ক্লাব বিশ্বকাপের ড্র কবে জানাল ফিফা
ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর ফিফা ক্লাব বিশ্বকাপ। সাত মহাদেশের চ্যাম্পিয়ন সাতটি ক্লাবকে নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। চলতি বছরের ১২-২২ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ২০তম আসর। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) ক্লাব বিশ্বকাপের ড্রয়ের দিনক্ষণ জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ফিফা জানায়, আগামী ৭ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। একই দিন উন্মোচন করা হবে ২০তম আসরের লোগো। ফিফা প্লাসে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার খেলার সুযোগ পায়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি এবার প্রতিনিধিত্ব করবে ইউরোপের। সাত দলের টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ছয় দলের মধ্যে পাঁচটি দল নিশ্চিত হয়েছে।
ক্লাবগুলো হলো–জাপানের উরাওয়া রেডস, মিশরের আল-আহলি, মেক্সিকোর ক্লাব লিওন, নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি ও সৌদি আরবের আল-ইত্তিহাদ। এখনও লাতিন আমেরিকা অঞ্চলের দল নিশ্চিত হয়নি। কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন সপ্তম দল হিসেবে সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপের এবারের আসরে।
বর্তমানে মাত্র সাত দল নিয়ে হলেও ২০২৫ সাল থেকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে বলে গত জুনে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ক্লাব বিশ্বকাপকে বড় ও আকর্ষণীয় করার চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।