ম্যানসিটির শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো ক্লাব বিশ্বকাপ
গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো পায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে সিটিজেনরা। এবার তাদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হলো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ শনিবার (২৩ ডিসেম্বর) ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফেবারিট হয়েই মাঠে নামে ম্যানসিটি। ম্যাচজুড়ে নিজেদের আধিপত্য ধরে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। গ্যালারিতে দর্শকরা নড়েচড়ে বসার আগেই গোলের দেখা পায় সিটি। ম্যাচের প্রথম মিনিটে দলকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ। ২৭ মিনিটে ফ্লুমিনেন্সের ফুটবলার নিনোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধ্বে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি।
বিরতির পর আক্রমণের ধার বাড়ান ফোডেন-আলভারেজরা। ৭২ মিনিটে ফিল ফোডেন গোল করে সিটিকে ৩-০ গোলে এগিয়ে নেন। ফ্লুমিনেন্সের জালে শেষ বলটি জড়ান আলভারেজ। ৮৮ মিনিটে দলের পক্ষে চতুর্থ ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন এই তারকা।
ক্লাব বিশ্বকাপ জেতার পর নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামকে সাজিয়ে তোলে সিটি। আলোর কারুকাজে ফুটিয়ে তোলে নিজেদের শ্রেষ্ঠত্বের কথা। ক্লাবটি লেখে, ‘আবারও সেরা। পুরো ভূমিতে ও সারা বিশ্বের সেরা দল ম্যানসিটি।’