সাকিব-ধোনির অধিনায়কত্বের ধরন রপ্ত করতে চান শান্ত
সময়ের পরিক্রমায় নাজমুল হোসেন শান্ত এখন তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। অধিনায়ক হিসেবে শান্তর পথচলাটা খুব বেশি দীর্ঘ না হলেও ব্যাটিংয়ের মতো এই ক্ষেত্রেও আলো ছড়াতে চান তিনি। এই পথচলায় সাকিব ও ধোনির অধিনায়কত্বের ধরন রপ্ত করতে চান শান্ত।
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলেন শান্ত। সেসময় সাকিবের কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমি সাকিব ভাইয়ের অধিনায়কত্ব পছন্দ করি। তিনি খুব আক্রমণাত্মক, সাহসী সিদ্ধান্ত নেন। আমি মনে করি অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত এটি আমাকেও সাহায্য করেছে। আমি তাকে অনেকভাবে অনুকরণ করে সফল হয়েছি।’
ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেটে বলেন, ‘আমি এমএস ধোনির অধিনায়কত্বও উপভোগ করি। টিভিতে যা দেখতে পাই, তাতে দেখি সে কঠিন মুহূর্তে খুব স্থির থাকে। আমি জানি না তার ভেতরে কী চলে। তিনি স্পষ্ট সিদ্ধান্ত নেন। সেটা সঠিক বা ভুল হতে পারে, কিন্তু তিনি শান্তভাবে কাজটা করেন।’
অধিনায়ক হওয়া বাড়তি চাপের কি না, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমি যখন ব্যাট করি, তখন আমি স্রেফ একজন ব্যাটার হিসেবেই চিন্তা করি। আমার মনে হয় না যে আমি অধিনায়ক হওয়ার কারণে আমাকেই সব রান করতে হবে। আমি যখন ফিল্ডিং করি, তখন আমি একজন অধিনায়কের মতো অনুভব করি যে কোন সময়ে কে বল করবে। মাঠের বাইরেও আমাকে অনেক কিছু সামলাতে হয়। আমি সেই দায়িত্বগুলো উপভোগ করছি।’