ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বিলম্ব
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময় অনুসারে ম্যাচ গড়ানোর কথা বাংলাদেশ সময় রাত ৯টায়। সেই অনুযায়ী টসের সময় সাড়ে ৮টায়। তবে ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ হলো কোনোটাই হচ্ছে না সঠিক সময়ে। কারণ জ্যামাইকার সাবিনা পার্ক প্রস্তুত নয়। আউটফিল্ডও ভেজা। তাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বিলম্ব।
টসের সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। তা নিয়ে এক্স-এ পোস্ট করে ধারাভাষ্যকার আতাহার আলি খান জানিয়েছেন, স্থানীয় সময় পৌনে ১১টায় পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। এরপর শুরুর সিদ্ধান্ত।
এদিকে এই সফরে বাংলাদেশের শুরুটা হয়েছে চরম হতাশা দিয়ে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই হতাশাকে সঙ্গে নিয়ে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সঙ্গে এবার দ্বিতীয় ম্যাচ হারলে টানা তিন সিরিজে ধবলধোলাই হবেন মিরাজ-তাসকিনরা। সাবিনা পার্কে সেটি এড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
বাংলাদেশের মূল সমস্যা ব্যাটিং। প্রতিনিয়ত ব্যাটিং বিভাগ ভোগাচ্ছে অতিথিদের। প্রতিটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। অধারাবাহিক পারফরম্যান্সে দল পড়ছে বিপদে। যাতে, ম্লান হচ্ছে বোলারদের সাফল্য।
অ্যান্টিগা টেস্টেই যেমন বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। তাসকিন তো ছয় উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারটাও উপহার দিয়েছেন অ্যান্টিগাতে। তবে দলের ব্যর্থতায় ঢাকা পড়ে গেছে তার সাফল্য।
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজও মানছেন ব্যাটিং ব্যর্থতার বিষয়টি। তিনি অবশ্য শুনিয়েছেন আশার কথা। জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে মাঠে তার প্রতিফলন কেমন হয় সেটা দেখা অপেক্ষা। যদি এবারও ব্যর্থতার নমুনা দেখান জয়-লিটনরা তাহলে আরেকবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে বাংলাদেশকে।
জ্যামাইকার সাবিনা পার্কের উইকেটে ঘাসের উপস্থিতি স্পষ্ট। সেই সঙ্গে বৃষ্টির কারণে আর্দ্রতাও আছে। তাতে ব্যাটিংটা আগে হলে যে কাজটা সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।