এশিয়া কাপের সেমিতে পাকিস্তানকে অল্পতে থামাল বাংলাদেশ
জিতলেই ফাইনালের টিকিট। হারলে বিদায়। এমন সমীকরণের ম্যাচে আগে বোলিং করে পাকিস্তানের যুবাদের দাঁড়াতেই দিল না বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে অল্পতেই থামিয়ে দিল বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ ওভার স্থায়ী হয়েছে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বোলিং দাপটে ৩৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৬ রান করেছে সাদ বাগের দল।
আজ শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টস জিতে পাকিস্তানের যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। দলীয় ৭ রানের মাঝেই তুলে নেয় তাদের দুই ওপেনারকে। পাক দুই ওপেনার উসমান খান ও সজিব খান দুজনের কাউকেই রানের খাতা খুলতে দেননি মারুফ মৃধা।
মৃধার শুরুর দাপটের বাকি সময় আধিপত্য দেখালেন ইমন। সঙ্গে আল ফাহাদ ও দেবাষীশকে নিয়ে পাকিস্তানের ব্যাটিং বিভাগ গুড়িয়ে দেন ইমন।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করতে পেরেছেন ফারহান ইউসুফ। ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ। আর ১৮ রান করেন সাদ। বাকিরা সবাই মোটামুটি ব্যর্থ ছিলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে ২৪ রান দিয়ে চার উইকেট নেন ইমন। ২৩ রান খরচায় মৃধার শিকার দুটি।