অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ খেলতে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশ
এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণে ছয় দল নিয়ে মালয়েশিয়ায় বসবে আসর। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এশিয়া কাপে অংশ নিতে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে দেশ ছাড়ছে নারীরা।
এর আগে গতকাল টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের তিন ক্রিকেটারকে। অধিনায়ক সুমাইয়ার পাশাপাশি আছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি।
১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ক্লাং শহরে শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশ মাঠে নামবে ১৬ ডিসেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। ভারত, পাকিস্তান ও নেপাল খেলবে ‘এ’ গ্রুপে।
টুর্নামেন্টে নেই কোনো সেমিফাইনাল। দুই গ্রুপের সেরা চার দল অংশ নেবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে।
এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসা. ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও মেহেরুন নেসা।