এবার মেক্সিকোতে আঘাত হানল ভূমিকম্প
ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার মেক্সিকোতে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে আজ বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি বলছে, বুধবার মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (ছয় দশমিক ২১ মাইল)।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ২২ নভেম্বর মেক্সিকোর বাজায় ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর দুদিন আগে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে।