Beta

চিলিতে ৫ দিনে আটটি বড় ভূমিকম্প

২৫ এপ্রিল ২০১৭, ০৯:৩৫

অনলাইন ডেস্ক
চিলিতে ভূমিকম্পের পরের কিছু খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে গত পাঁচ দিনে আটটি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ বড় ভূমিকম্প হয় স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৩৮ মিনিটে।

চিলির তৃতীয় জনবহুল শহর ভালপারাসিওর কাছে ওই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা চিলি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানালেও দুই ঘণ্টা পরে ওই ভূমিকম্প ৬ দশমিক ৯ মাত্রার বলে উল্লেখ করে।

চিলির সান্তিয়াগো শহর থেকে ১৩৭ কিলোমিটার দূরে উপকূলীয় শহর ভালপারাসিও থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটির ২৫ কিলোমিটার অভ্যন্তরে ওই ভূমিকম্পে উদ্ভব হয় বলে জানিয়েছে ইউএসজিএস।

এই ভূমিকম্পে ভালপারাসিও ও আশপাশের শহরে বড় কোনো ক্ষতি না হলেও চিলির পার্বত্য এলাকায় বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে চিলির নৌবাহিনী ও প্যাসিফিক সুনামি পর্যবেক্ষণ কেন্দ্র ওই সতর্কতা প্রত্যাহার করে নেয়।

এ ছাড়া ভূমিকম্পে ভালপারাসিও ও আশপাশের এলাকায় মোবাইল সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

Advertisement