Beta

জন্মেই হাঁটল শিশু! ভিডিও ভাইরাল

৩০ মে ২০১৭, ১১:৫৩ | আপডেট: ৩০ মে ২০১৭, ১১:৫৫

অনলাইন ডেস্ক
জন্মেই হাঁটতে শুরু করা ব্রাজিলের নবজাতক। ছবি : দি ইনডিপেনডেন্ট

পৃথিবীর পথ কণ্টকাকীর্ণ। পদে পদে আসে নানা বাধা। ঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে পড়তে হয় বিপদে। কখনো আবার পিছিয়ে পড়তে হয় প্রতিদ্বন্দ্বীর চেয়ে। আধুনিক জীবনের আপাতগ্রাহ্য নীতিই হয়তো তাই, ছুটে  ছুটে চলো। এগিয়ে যাও সবার চেয়ে।

ব্রাজিলের এক সদ্যজাত হয়তো আগেভাগেই বুঝে গেছে জীবনের এই আপ্তবাক্য। তাই পৃথিবীতে প্রথম পা রেখেই সে হাঁটতে শুরু করেছে তার গন্তব্যে! হয়তো সে যাবেও বহুদূর।

তবে শিশুটির এই কাণ্ডে চমকে গেছেন হাসপাতালের চিকিৎসক-নার্স, এমনকি তার মাও। ছোট্ট শিশুটির ‘জন্মেই হাঁটার’  ভিডিওটি গত ২৬ মে ফেসবুকে পোস্ট করেন মা। আর তিন দিনে এই ভিডিও সাত কোটিবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৫ লাখ বার।

তবে ভিডিওটি ব্রাজিলের কোন জায়গা থেকে ধারণ করা হয়েছে, সে বিষয়টি পরিষ্কার করে জানানো হয়নি।

ভিডিও দেখে শিশু বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ শিশুই এক বছর বয়সে হাঁটতে শুরু করে। তবে এই সদ্যজাত একটু ব্যতিক্রম হলেও এটা অতিমাত্রায় বিস্ময়কর কিছু নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement