Beta

পানির পাইপে হঠাৎ বিস্ফোরণ, অতঃপর...

৩১ মে ২০১৭, ০০:০৭

অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে পানির লাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ছবি : ইউটিউব

ইউক্রেনের রাজধানী কিয়েভের এক শান্ত বিকেল। রাস্তায় সারিবদ্ধভাবে পার্ক করা ছিল কিছু গাড়ি। পাশেই ফোনে কথা বলতে বলতে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এমন সময় রাস্তার নিচে থাকা পানির পাইপে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পানি উঠে যায় সাততলার সমান উচ্চতায়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়।

সোমবার ঘটনার ভিডিওটি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি মাটির নিচে থাকা পানির লাইনে হয়েছে। এর ফলে আশপাশের বাড়ির জানালা ভেঙে যায় ও রাস্তায় থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় এক সাংবাদিক ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেন।

কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। অপর এক স্থানীয় সাংবাদিক জানান, দুর্ঘটনায় কেউ আহত হননি।

Advertisement