Beta

পাঞ্জা লড়তে গিয়ে ভাঙল হাত

২৬ জুন ২০১৭, ১৮:০৬ | আপডেট: ২৬ জুন ২০১৭, ১৯:০১

অনলাইন ডেস্ক
পাঞ্জা লড়াইয়ের সময় ভেঙে যায় এক নারী প্রতিযোগীর হাত। ছবি : সংগৃহীত

শক্তি প্রদর্শনের খেলা পাঞ্জা লড়াইয়ে ব্যস্ত  দুই নারী। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে দর্শকদের ধুকপুকানি। কে জেতে, কে হারে। কিন্তু কপালের ফেরে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষ দেখা হলো না তাদের। শুরুতেই মট করে একজনের ভেঙে গেল হাত। যার হাত ভাঙল তিনি তখনো শান্ত। তবে প্রতিদ্বন্দ্বীর চোখমুখে হতভম্বভাব স্পষ্ট। পাশে থাকা উপস্থাপকরাও তখনো কিছু বুঝে উঠতে পারেননি।

কিছুক্ষণ পরই বোঝা গেল আসল ঘটনা। প্রতিদ্বন্দ্বীর চাপপ্রয়োগ সামলাতে পারেনি ওই নারীর হাত। লড়াইয়ের সময়ই মট করে ভেঙে যায় তা। অপর প্রতিযোগী লড়াই ছেড়ে এগিয়ে যান প্রতিদ্বন্দ্বীর সাহায্যে।  আর হাত ভাঙল যার, সেই নারীর কী অবস্থা? তাঁর চেহারা দেখে বোঝারই উপায় নেই যে আদৌ কিছু হয়েছে।

ঘটনাটি গত শুক্রবারের। আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল লড়াইটি। পরে লড়াইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাড় ভাঙার ওই দৃশ্য দেখে চমকে যান ইন্টারনেটের দর্শকরাও।

ঘটনার পর পামেলা নামে ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া দেওয়া হয় তাঁর হাত।

Advertisement