Beta

ফিলিপাইনে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:২৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭, ১১:৫৪

অনলাইন ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে শনিবার সকালে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : বিবিসি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের একটি শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় এক কর্মকর্তা জানান, আটকা পড়া ওই সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। 

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement