Beta

হজে গিয়ে আরো ৩ বাংলাদেশির মৃত্যু

০৯ আগস্ট ২০১৮, ১২:৪১

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জের উত্তর হাজীবাড়ির নুরজাহান বেগম (৬১), নাটোর জেলা সদরের মো. আবদুল মজিদ খান (৭২) ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরআলগী মিয়াজি বাড়ির মো. নুর হোসেন (৮০)।

চলতি মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, মদিনা ও জেদ্দায় সর্বমোট ২৫ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পাঁচজন নারী ও ২০ জন পুরুষ।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯৭ হাজার ৯১১ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

Advertisement