Beta

বিয়ের অনুষ্ঠানে ট্রাক, প্রাণ গেল ১৩ জনের

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬

অনলাইন ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যে বিয়ের অনুষ্ঠানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ায় ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গতকাল সোমবার গভীর রাতে রাজস্থানের প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে আম্বাওয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

উদয়পুর রেঞ্জের আইজি প্রফুল্ল কুমার জানান, এ ঘটনায় ১৩ জন মারা গেছেন। এ ছাড়া নববধূসহ আহত হয়েছেন ১৫ জন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকচালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান প্রফুল্ল কুমার।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহতদের উদয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এক টুইট বার্তায় বলেন, ‘প্রতাপগড়ের দুর্ঘটনার কথা শুনে অনেক দুঃখ প্রকাশ করছি। এ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আমি অন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।‘

Advertisement