Beta

এটা শুধু পাকিস্তানেই সম্ভব!

২৮ মে ২০১৯, ১৭:৩৩

অনলাইন ডেস্ক

গল্পের গরু গাছে ওঠার কথা শুনেছেন নিশ্চয়ই? কিন্তু মোটরসাইকেলে ওঠার কথা শুনেছেন? এমন আজব ঘটনা শোনার বদলে বরং দেখে নিন। সম্প্রতি, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে পাকিস্তানের একটি ভিডিও। যেখানে মানুষের সঙ্গে দিব্যি বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে একটি গরু!

পাশে বাইক চালিয়ে পুরো ঘটনা ভিডিও করছেন আরো দুই বাইকারোহী। ভিডিওটি আপলোড হতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়।

দুই পাশে সারি সারি গাছ। মাঝখান দিয়ে পিচের পাকা রাস্তা। তার ওপরে ঝড়ের গতিতে ছুটছে বাইক। সাদা পোশাক গায়ে জড়িয়ে চলন্ত বাইকে বসে ছুটে চলা উপভোগ করছে গরুটিও।

সবচেয়ে মজার ব্যাপার হলো পাশ দিয়ে যাওয়া আরেকটি বাইকের এক আরোহীর মন্তব্য, ‘এটা শুধু পাকিস্তানেই সম্ভব। পাকিস্তানি যুবকই পারেন এই অভিনব কাণ্ড ঘটাতে।’

যদিও কিছু নেটিজেন এই ভিডিও দেখে ক্ষুব্ধ। তাঁদের দাবি, এটি ড্রাইভিং এবং পশু সুরক্ষা আইন অনুযায়ী অবৈধ।

Advertisement