Beta

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট খাদে বাস, নিহত ২৫

২০ জুন ২০১৯, ২১:০৫

অনলাইন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অন্তত ২৫ জন নিহত ও আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, হিমাচলপ্রদেশের কুলুতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে অন্তত ২৫ যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

কুলুর বানজার এলাকায় পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর পরই সক্রিয় হয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় উদ্ধারকারী দল।

খবরে জানা যায়, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি হিমাচল প্রদেশের বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল। বাসটি যাত্রীবোঝাই হওয়ার পাশাপাশি বাসের ছাদেও বেশ কিছু মানুষজন বসেছিলেন। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

জানা গেছে, প্রায় ৫০০ ফুট নিচে পড়ে যায় ওই বাসটি। এর কারণেই এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

Advertisement