এক সন্তান নীতি বাতিল করল চীন
বহুল বিতর্কিত এক সন্তান নীতি থেকে সরল চীন। আজ বৃহস্পতিবার এ নীতির সমাপ্তি ঘোষণা করেছে দেশটি।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চারদিনের এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে চীনা দম্পতিরা দুটি সন্তান নিতে পারবেন।
এ ছাড়া বৈঠকে আগামী পাঁচ বছর চীনের অর্থনীতি কোন পথে চলবে সে বিষয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিনহুয়া জানিয়েছে।