Beta

ব্রাজিলে পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

৩০ জুন ২০১৯, ১৩:১৭

অনলাইন ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনিরোর বেলফোর্ড রোক্সো শহরের একটি বারে (পানশালা) বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, গতকাল শনিবার স্থানীয় সময় রাতে ওই বারে অস্ত্রসহ একদল লোক ঢুকেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এরপর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে প্রায়ই প্রতিপক্ষ দল, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

Advertisement