Beta

পদত্যাগ করে সিনেমা হলে রাহুল গান্ধী! (ভিডিওসহ)

০৫ জুলাই ২০১৯, ২০:৩৯

অনলাইন ডেস্ক

আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি পদ ছাড়ার পর সিনেমা দেখতে গেলেন রাহুল গান্ধী। বুধবার (৩ জুলাই) তাঁর পদত্যাগের কারণ ব্যাখ্যা করে টুইট করেন। তারপরই দিল্লির একটি হলে গিয়ে আয়ুষ্মান খুরানার 'আর্টিক্যাল ১৫' দেখেন রাহুল।

তাঁর এই সিনেমা দেখতে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটিজেনের প্রশংসাই পেয়েছেন রাহুল।

পরিচালক অনুভব সিনহার আর্টিক্যাল ১৫-এ দেখানো হয়েছে, জাতপাত ভারতের সমাজে কী রকম প্রভাব ফেলছে। সেটাই ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান খুরানাসহ অন্যান্য অভিনেতারা।

নয়াদিল্লির পিভিআর চাণক্য হলে দেখা যায় রাহুল গান্ধীকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শো শুরুর আগে পাশে বসা একজনের সঙ্গে কথা বলছেন। পপকর্ন খাচ্ছেন। তবে তাঁর সঙ্গে পরিচিত কেউ গিয়েছিলেন না অপরিচিত কারও সঙ্গে কথা বলছেন, তা জানা যায়নি। সামনের সারিতে বসা এক নারী ঘুরে দেখছেন রাহুল গান্ধীকে।

রাহুলের হলে গিয়ে এভাবে সিনেমা দেখার ঘটনা সামনে আসার পর প্রচুর মানুষ প্রশংসা করেছেন। কেউ বলেছেন সত্যিকারের নেতা। মাটির কাছের মানুষ।

Advertisement