Beta

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান : ১৭৬ সেনাকে গ্রেপ্তারের নির্দেশ

০৯ জুলাই ২০১৯, ১৯:৫৭

অনলাইন ডেস্ক

তিন বছর আগে তুরস্কে ব্যর্থ হওয়া অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটির ১৭৬ সামরিক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টের পরিপ্রেক্ষিতে তুরস্কের সর্বোচ্চ আদালত অভ্যুথানের পরিকল্পনাকারী দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আজ মঙ্গলবার এমন আদেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম আরব নিউজ তাদের খবরে জানায়, অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল, দুজন লেফটেনেন্ট কর্নেল, পাঁচজন মেজর, সাতজন ক্যাপ্টেন এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর শতাধিক অফিসার রয়েছেন।

খবরে বলা হয়, এই অভ্যুত্থানের মূলহোতা ফেতুল্লাহ গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এমন অভ্যুত্থানের চেষ্টা করেছিল বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে হওয়া ব্যর্থ সেই অভ্যুত্থানে প্রায় ২৫০ জন নিহত হয়।

Advertisement