Beta

গ্রিসে টর্নেডো ও শিলাবৃষ্টিতে ছয় পর্যটক নিহত

১১ জুলাই ২০১৯, ১৭:৫৭

অনলাইন ডেস্ক

গ্রিসের উত্তরাঞ্চলে বুধবার রাতে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ছয় পর্যটক নিহত ও ৩০ জন আহত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন এক খবরে জানায়, দেশটির থিসালোনিকি নগরীর কাছে হালকিডিকি এলাকায় শক্তিশালী ঝড়ের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

টেলিভিশনের কয়েকটি ভিডিও ফুটেজে গাড়ি উল্টে, অনেক গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া ঝড়ের আঘাতে অনেক ঘরের ছাদ উড়ে গেছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে।

গ্রিসের উত্তরাঞ্চলের বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান চারালাম্বোস স্টিরিয়াডি বলেন, ‘এই ঘূর্ণিঝড়ের আঘাতে ছয়জন পর্যটক নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।’

স্থানীয় পুলিশ জানায়, টর্নেডোর আঘাতে কারাভান উড়ে যাওয়ায় এক চেক দম্পতি নিহত হয়েছে। এ ছাড়া ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে রাশিয়ার এক নাগরিক ও তার ছেলে নিহত হয়েছে। অন্যদিকে একটি ভবন ধসে রোমানিয়ার এক নারী ও তার শিশু নিহত হয়েছে।

স্টিরিয়াডিস জানান, এটি ছিল একটি নজিরবিহীন শক্তিশালী ঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টি। তিনি আরো জানান, ভয়াবহ পরিস্থিতির কারণে হালকিডিকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

Advertisement