Beta

ভারতে জমি নিয়ে বিরোধে নয়জনকে গুলি করে হত্যা

১৭ জুলাই ২০১৯, ১৯:০৩

অনলাইন ডেস্ক

জমি নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত নয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় সোনভদ্রা জেলায় উভা গ্রামে ওই সংঘর্ষের সময় নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, জেলার উভা গ্রামে আজ বুধবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রামপ্রধান দুই বছর আগে ৩৬ একর আবাদি জমি কেনেন। বুধবার তিনি এবং তাঁর সহযোগীরা ওই জমির দখল নিতে যান। গ্রামবাসী তাতে বাধা দিলে গ্রামপ্রধানের সহযোগীরা গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে অন্তত নয়জন নিহত হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ‘বাধার মুখে পড়লে গ্রামপ্রধানের সশস্ত্র সঙ্গীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালান। যার ফলে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন।’ তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

Advertisement