Beta

ইসরাইলে ১২০০ বছর পুরোনো মসজিদের সন্ধান (ভিডিওসহ)

১৮ জুলাই ২০১৯, ১৭:০৪

অনলাইন ডেস্ক

ইসরাইলের বেদুইন শহরে মাটি খনন করে প্রায় এক হাজার ২০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার দেশটির প্রত্নতত্ত্ববিদরা খবরটি নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়, প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন পুরোনোএই মসজিদ ইসলাম ধর্মের সূচনালগ্নে ইসরাইলের বেদুইন শহরের নেগেভ মরু অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছিল।

দেশটির নেগেভ মরু অঞ্চলে একটি ভবন তৈরি করার জন্য মাটি খনন করা হচ্ছিল। আর তখনই হঠাৎ এই মসজিদটির সন্ধান পায় স্থানীয় লোকজন।

দেশটির ইসলামিক বিশেষজ্ঞ গিদিউন আভনি বলেন, সৌদি আরব থেকে যখন ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন ইসরাইলেও ইসলাম গ্রহণ করতে থাকেন মানুষ। আর তখনই এই মসজিদটি হয়তো এখানে নির্মাণ করা হয়েছিল।

আয়তক্ষেত্রাকার এই মসজিদটিতে একটি মিহরাব রয়েছে। মিহরাবটি মুসলিমদের কেবলা পবিত্র নগরী মক্কার দিকে মুখ করে নির্মিত।

Advertisement