Beta

রেস্তোরাঁয় প্লেটে চলন্ত মাংসের টুকরো! ভিডিও ভাইরাল

২৯ জুলাই ২০১৯, ১৯:০৮

অনলাইন ডেস্ক

কল্পনা করুন আপনি কোন রেস্তোরাঁয় খেতে গেছেন। টেবিলে বসে পছন্দের খাবার অর্ডার করেছেন। আর আচমকাই দেখলেন আপনার সামনে রাখা খাবারের প্লেট থেকে মাংসের টুকরা লাফিয়ে লাফিয়ে নিচে নেমে যাচ্ছে! তখন কী করবেন?

তবে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে এক নারীর সঙ্গে। ওই নারী একপ্লেট মাংসের ডিশ অর্ডার করেছিলেন। কথা মতো সেই ডিশ রেখে যান রেস্তোরাঁর বয়। তার পরই বিপত্তি। হঠাৎ একটি মাংসের টুকরা ডিশ থেকে লাফিয়ে লাফিয়ে প্রথমে টেবিলে এবং তারপর সেখান থেকে মাটিতে নেমে যায়।

আর সঙ্গে সঙ্গে ঘটনাটি মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন তিনি। দেখতে দেখতে লাইকের সংখ্যা হয় কোটির কাছাকাছি।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ফ্লোরিডার রেই ফিলিপস রেস্তোরোঁয় গিয়ে মাংসের অর্ডার দেওয়ার পরই এই ঘটনা ঘটে। যদিও ভিডিওটি দেখে অনেকেই বলেছেন এটা মিথ্যা। সুতা দিয়ে মাংসের টুকরাটিকে বেঁধে একে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

আবার অনেকে বলছে, মাংস ভীষণ টাটকা থাকায় এমনভাবে নড়ছিল! কেউ বলেছেন, রিগর মর্টিসের কারণেও এমনটা হতে পারে।  

তবে এই ঘটনা নাকি নতুন নয়। এর আগেও এক ক্রেতা অর্ডার করে এমন চলন্ত মাংসের টুকরা পেয়েছিলেন। সেই ভিডিও-ও এভাবেই ভাইরাল হয়েছিল।

Advertisement