Beta

জ্যান্ত বানরকে গিলে খাচ্ছে হিংস্র ড্রাগন (ভিডিওসহ)

৩০ জুলাই ২০১৯, ২৩:২৮

অনলাইন ডেস্ক

কোমোডো ড্রাগন বিশ্বের বৃহৎ সরীসৃপগুলোর মধ্যে অন্যতম। লম্বায় প্রায় তিন মিটারের কাছাকাছি এই প্রাণীটির ওজন প্রায় ৭০ কেজি। 

বিশালাকার এই দেহ নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদেরকে রীতি মতো শাসন করে বেড়ায় এই প্রাণীটি। পাখি থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীদেরও খেয়ে ফেলে এটি।

সম্প্রতি হিংস্র কোমোডো ড্রাগনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, জ্যান্ত একটি বানরকে গিলে খাচ্ছে এই ড্রাগন। এমন বড় একটি বানরকে এই প্রাণীটি যেভাবে গিলে খাচ্ছে সেটা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। বানরটিকে মুহূর্তেই আস্ত গিলে ফেলে এই সরীসৃপ  প্রাণীটি।

এই কোমোডো ড্রাগনের আদি বাস ইন্দোনেশিয়ায়। এদের জন্য বনের হরিণ থেকে শুকর সবাই বেশ ভয়ে থাকে। এরা প্রতি ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে। এদের লালায় প্রায় ৫০ রকমের ব্যাকটেরিয়া থাকে।

Advertisement