Beta

বিক্ষোভের মুখে সব ফ্লাইট বাতিল করল হংকং বিমানবন্দর

১২ আগস্ট ২০১৯, ১৭:১১

অনলাইন ডেস্ক

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের প্রধান টার্মিনালে আজ সোমবার চতুর্থ দিনের মতো চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন হাজারো হংকংবাসী। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভকারীদের জমায়েতের কারণে বিমানবন্দরের কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীদের অনেকেই গতকাল রোববার তাঁদের ওপর পুলিশের টিয়ার শেলের গ্যাস হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন।

একটি বিতর্কিত প্রত্যর্পণ বিল নিয়ে দুমাস ধরে আন্দোলন করছে সরকারবিরোধীরা। সরকার ও বিক্ষোভকারী উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় হংকংয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Advertisement