Beta

শাশুড়ি ও মদ্যপ জামাইয়ের কাণ্ডে হাসছে অন্তর্জালবাসী

১৪ আগস্ট ২০১৯, ১৪:৪৩ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯, ১৬:০০

অনলাইন ডেস্ক

বিয়ের দিন মদপান করে নতুন জামাইয়ের অবস্থা বেগতিক। চোখই খুলতে পারছেন না। টলমল শরীর নিয়ে পড়ে যেতে পারেন যেকোনো সময়। এ অবস্থায় জামাতাকে আদুরে ভঙ্গিতে খাইয়ে দিচ্ছেন শাশুড়ি।

সম্প্রতি স্কটল্যান্ডের একটি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই-শাশুড়ির এমন কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউনিল্যাড নামে একটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে মদ্যপ নতুন জামাইকে খাইয়ে দিচ্ছেন শাশুড়ি। তখন জামাইয়ের অবস্থা ছিল নড়বড়ে। ওই সময় মদপান করে যেন বাতাসে দুলছিলেন তিনি। এমন অবস্থায় যিনি ভিডিও ধারণ করছিলেন, তাঁকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইশারাও করেন শাশুড়ি।

ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ১০ লাখবার দেখা হয়েছে।

ইউরোপের দেশগুলোতে বিয়ের অনুষ্ঠানে মদপান খুব স্বাভাবিক একটি বিষয়। কিন্তু বিয়ের দিনই মদ্যপ জামাইকে শাশুড়ির খাইয়ে দেওয়ার ঘটনাটি যেন হাস্যকরই ঠেকল ইন্টারনেটবাসীর কাছে।

কিন্তু এরপর যখন ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তখন ওই নতুন জামাই গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘ভিডিওটি অনেক বিব্রতকর ছিল। আপনি আপনার বিয়ের দিন এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে চাইবেন না। কিন্তু আমরা একে অন্যের বোকামি দেখে হাসতে পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘এমন পরিস্থিতিতে আমার স্ত্রী প্রথমে মন খারাপ করে থাকলেও পরে ভিডিওটি দেখে বেশ মজাই পেয়েছিল সে।’

Advertisement