Beta

পেশায় চোর কিন্তু দিলখানা তার রাজার মতো! ভিডিওসহ

২১ আগস্ট ২০১৯, ১৯:৪৬

অনলাইন ডেস্ক

গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এক নারী এটিএম বুথ থেকে টাকা তুলছেন। সুযোগ বুঝে পেছনে এসে দাঁড়াল এক চোর। টাকা তোলা শেষ হওয়া মাত্রই ওই নারীর হাত থেকে কেড়ে নেয় সব টাকা।

সংবাদমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানায়, ওই চোর নারীর সব টাকা লুটে নেওয়ার পর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে চায়। তারপর ওই নারী চোরের সামনেই ব্যালেন্স দেখেন। সেখানে দেখা যায় ওই নারীর অ্যাকাউন্টে আর কোনো টাকাই নেই।

শেষ সম্বল ৩৭১ ডলার (৩১,৩৩১ টাকা) একটু আগেই তুলে ফেলেছিলেন ওই নারী। আহারে! ব্যালেন্স দেখেই মায়া হলো চোরের। আর তখনই ফেরত দিয়ে দিল ছিনিয়ে নেওয়া টাকা।

পুরো ঘটনাই সিসিটিভিতে ধরা পড়ে। এমন অবাক কাণ্ডের ভিডিও নেটিজেনদের মন কেড়েছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে গ্রেপ্তার করা হয় চোরকে। ঘটনাটি ঘটেছে চিনের হিউয়ান প্রদেশে।

Advertisement