Beta

ট্রেনে তরুণীর ফটোশুট ঝড় তুলেছে ইন্টারনেটে (ভিডিওসহ)

২১ আগস্ট ২০১৯, ২১:৫৫

অনলাইন ডেস্ক

একটা ছবি তো‌লার জন্য আপনি কতটা পাগলামি করতে পারবেন? তা হয়তো আগে থেকে বলা কঠিন। তবে এই তরুণীর কাণ্ড দেখে রীতিমতো হতবাক সবাই।

নিউইয়র্কের বাসিন্দা এই তরুণীর নাম জেসিকা জর্জ। ফাঁকা ট্রেনেই তিনি দিতে থাকেন একের পর এক ফটোশুটের জন্য পোজ। আর তাঁরই এক সহযাত্রী পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করেন এবং ভিডিও ধারণ করে ফেলেন।

বেন ইয়ার নামের সেই ব্যক্তির ক্যামেরায় উঠে যায়, কীভাবে মোবাইলে সেলফ টাইমার লাগিয়ে একের পর এক ছবি তোলায় মগ্ন জেসিকা। এই ফটোশুটের ভিডিও বেন পোস্ট করেন তাঁর টুইটারে। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়। এরই মধ্যে ৮.৭ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

ভিডিওটি দেখে সবাই চমকে উঠেছেন এই তরুণীর দুরন্ত আত্মবিশ্বাসের জৌলুসে। প্রায় ৯০ লাখ মানুষ কেব‌ল ভিডিওটি দেখেছেন তাই নয়, সেই সঙ্গে একের পর এক কমেন্টও জমা হয়েছে। অনেকেই জেসিকার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। একা একাই এমন গ্ল্যামারাস ফটোশুট করার পর সবাই প্রশংসায় ভাসাচ্ছেন জেসিকাকে।

গত রোববার টুইটারে পোস্ট হয় ৫৭ সেকেন্ডের ওই ভিডিওটি। ভিডিওজুড়ে দেখা যায়, কীভাবে আশপাশ ভুলে একা একাই নিজের পোজে মগ্ন জেসিকা।

Advertisement