Beta

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৪, আহত ২৭

২৩ আগস্ট ২০১৯, ১৮:৩৯

অনলাইন ডেস্ক

ভারতে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত চারজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। কলকাতার লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী পালনের সময় দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানায়, শুক্রবার লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে অষ্টমীতে বিশেষ পূজায় প্রতিবারের মতো এবারও কচুয়াধামে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। পূজা দিতে ভক্তরা জমায়েত হলে অনেকের তাড়াহুড়ো ও মানুষের চাপে ভেঙে পড়ে মন্দিরের দেয়াল।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের মধ্য থেকে আশঙ্কাজনক নয়জনকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Advertisement