Beta

লাইভে মৃত ব্যক্তির মন্তব্যের অপেক্ষায় সাংবাদিক, ভিডিও ভাইরাল

২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫

অনলাইন ডেস্ক

ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে গিয়ে সাংবাদিকদের অনেক সময় মুখ ফসকে ভুল হতেই পারে। তবে সেই ভুল বিব্রতকর ও অপ্রাসঙ্গিক হলে দর্শক হাসবেন, এটাই স্বাভাবিক।

এ রকম একটা ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের কেটিএলএ টেলিভিশনের নারী সাংবাদিক সারা ওয়েলেচ।

ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো এক ঘটনায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যানাহাইম শহরে পুলিশের গুলিতে মারা যান এক ব্যক্তি। এ খবর টিভিতে সরাসরি বলার সময় মুখ ফসকে সাংবাদিক সারা বলেন, ‘যে ব্যক্তিটি মারা গেছেন, তাঁর মন্তব্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম; কিন্তু তাঁকে পাওয়া যায়নি।’

এই সংবাদ টিভিতে কবে প্রচার হয়েছে, তা জানা যায়নি। তবে ওই নারী সাংবাদিকের কথার সেই ভিডিও ক্লিপ ইয়াসির আলি নামের আরেক সাংবাদিক টুইটারে শেয়ার করলে সম্প্রতি তা ভাইরাল হয়।

ইয়াসির আলি লেখেন, ‘আমি যখনই এটা শুনছি, হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি।’

এখন পর্যন্ত ৪০ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিও দেখে নেটিজেনরা করছেন নানা মন্তব্য।

একজন লিখেছেন, ‘হা হা হা যদি মৃত ব্যক্তি কথা বলতে পারতেন, তাহলে ওটাই বড় সংবাদ হতো। বোকা রিপোর্টার বুঝাতেই পারেননি তিনি আসলে কী বলতে চেয়েছেন।’

এদিকে, ওই নারী সাংবাদিক টুইটের মন্তব্যের উত্তরে বলেন, ‘এটা এক বছর আগের ঘটনা। আমি আসলে সেই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ভুল করে মৃত ব্যক্তির কথা বলেছি। যখন বলেছিলাম, তখন আসলে আমি বুঝতেও পারিনি কী বলেছি।’

Advertisement