Beta

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ নিহত তিন

০৬ অক্টোবর ২০১৯, ২১:২৮

অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্থানীয় এক নারীসহ দুই পাইলট নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, রোববার দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিক্রাবাদ জেলার বান্টাওয়ারাম নামক স্থানে একটি ফসলের জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটসহ স্থানীয় এক নারী নিহত হন।

প্রতিবেদনে বলা হয়, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবে কর্তৃপক্ষ এখনো বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। পুলিশ দুর্ঘটনার খবর ছাড়া কোনো তথ্য দিতে পারেনি।

Advertisement