Beta

একসঙ্গে একই রকম তিন বোনের বিয়ে

০৩ এপ্রিল ২০১৫, ১৪:৪১

অনলাইন ডেস্ক

সাদা পোশাকে মৎস্যকুমারীর বেশ ধরেছেন তিন নারী। তাঁদের চুলের স্টাইলটা একই। মাথায় দেওয়া ওড়নায়ও মিল। পার্থক্য কেবল হাতে থাকা তোড়ায় ফুলের রংগুলোতে।

ওই তিনজনেরই বয়স ২৯ বছর। রাফায়েলা, রোচেলে ও তাগিয়ানে নামের এ তিনজনই যমজ বোন। 

গত ২১ মার্চ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুল এলাকায় একটি অনুষ্ঠানে তিন বোনের বিয়েও হয় একত্রে। তাঁদের দেখে ধন্দে পড়েছিলেন অতিথিরা। 

এএফপির খবরে বলা হয়, ওই তিনজন ছোটবেলা থেকেই সব কাজ একসঙ্গে করতেন। সে সময় থেকে একই দিনে বিয়ের স্বপ্ন দেখতেন তাঁরা। তাঁদের সেই স্বপ্নপূরণ হওয়ায় ভীষণ খুশি বাবা পেদ্রোও।
 
বিয়ের দিন তিন বোনই পার্লারে ছয় ঘণ্টা সময় নিয়ে চুলের স্টাইল ঠিক করেন। সর্বশেষ পেছনে খোঁপা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 

ব্যতিক্রমী এই বিয়েতে বরযাত্রী ছিলেন ১৮ জন। তাঁরা বরের সঙ্গে তাল রেখে বিভিন্ন রঙের পোশাক পরেন।

Advertisement