আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২৪
আফগানিস্তানে দুটি পৃথক বোমা হামলায় অন্তত ২৪ জন লোক নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলের শহরের বানায়ে এবং বাদাখশান প্রদেশের কিশম শহরের বাজারে এ দুটি বোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ সোমবার সকালে কাবুলের একটি ব্যস্ত সড়কে মিনিবাসে আত্মঘাতী হামলায় ১৪ জন ঠিকাদার এবং নিরাপত্তারক্ষী নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা সবাই নেপালের নাগরিক।
কাবুল শহরের বানায়ে এলাকায় চালানো এ হামলায় মিনিবাসটির আরো আট যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিখী টুইটারে জানান, হামলায় ১৪ জন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
কাবুলের পুলিশ প্রধান আবদুর রহমান রাহিমি জানিয়েছেন, হতাহতদের মধ্যে আফগান এবং নেপালি, উভয় জাতির ঠিকাদাররা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা ঠিকাদারদের দপ্তরের কাছে ওত পেতে ছিলেন। ভোরের রাস্তা ধরে আসা মিনিবাসটি কাছাকাছি হতেই তিনি বিস্ফোরণ ঘটান। এতে বাসটির যাত্রী ছাড়াও পাশের একটি বাজারের লোকজনও আহত হন।
এদিকে ভয়াবহ এই হামলার কয়েক ঘণ্টা পর বাদাখশান প্রদেশের কিশম নামে এক শহরের বাজারে একটি মোটরবাইকে লুকানো বোমা বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ১০ জন। নিহতরা সবাই বেসামরিক লোক।
ঘটনার পর আফগান তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) দুটি জঙ্গি সংগঠনই হামলা দুটির দায় স্বীকার করেছে। টুইটারে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার বিষয়ে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেন। তবে সংগঠন দুটির এ দাবি নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।