ভারতের ওড়িশায় হিট স্ট্রোকে ১৪ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় হিট স্ট্রোকে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ মে) অল ইন্ডিয়া রেডিও (এআইআর) এই তথ্য জানিয়েছে।
দেশটির চিকিৎসকরা জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) নথিভুক্ত করা ওই মৃত্যুগুলোর সঙ্গে চলমান তীব্র তাপপ্রবাহের সম্পর্ক থাকতে পারে।
এআইআরের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে রৌরকেলা সরকারি হাসপাতালে ১০ জন এবং সুন্দরগড় জেলা সদর হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
এআইআর বলছে, হাসপাতালে পৌঁছানোর আগেই আটজনের মৃত্যু হয়। আর বাকিরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।’
ওড়িশায় তীব্র তাপপ্রবাহ চলছে এবং রাজ্যের বেশিরভাগ অংশে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ঝারসুগুদা রাজ্যের উষ্ণতম স্থান ছিল, কারণ এখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কর্মকর্তারা বলছেন, গরমজনিত অসুস্থতার চিকিৎসার জন্য অনেককে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
নাগরিকদের তাপের সংস্পর্শ এড়িয়ে শীতল জায়গায় থাকতে পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান করে হাইড্রেটেড থাকারও পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।
এ ছাড়া গত মঙ্গলবার (২৯ মে) সংবাদমাধ্যম এএফপি জানায়, ভারতের রাজধানী দিল্লিতে সেদিনের তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।