লন্ডন-নিউইয়র্কের চেয়ে ঢাকায় ছিনতাই ও অপহরণ কম : সাঈদ খোকন

নিউইয়র্ক ও লন্ডনের চেয়ে ঢাকা শহরে ছিনতাই ও অপহরণ কম বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, নিউইয়র্ক-লন্ডন শহরে অহরহ ছিনতাই, অপহরণ হয়। এ তুলনায় ঢাকা শহর ভালোই আছে। ঢাকায় যে সমস্যা নেই তা বলব না, সমস্যা রয়েছে; তবে তা সহনীয় পর্যায়ে আছে।রাজধানীর যাত্রাবাড়ীতে নূর কমিউনিটি সেন্টারে আজ রোববার (২ জুন) আইনশৃঙ্খলা...