মেলায় সালেক খোকনের তিন বই
এবারের বইমেলায় সালেক খোকনের তিনটি নতুন বই বেরিয়েছে।
১. ১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা
প্রকাশক : সময় প্রকাশন (বইমেলায় প্যাভিলিয়ন-২০)
প্রচ্ছদ এঁকেছেন : ধ্রুব এষ
মূল্য : ৩৬০ টাকা (গায়ের মূল্য)
লেখকের বক্তব্য : স্বাধীনতা-উত্তরকালে মহান মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তুনিষ্ঠ বয়ান ধরে রাখার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে ‘১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা’ গ্রন্থটি। অভিনব এই গ্রন্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত বীরের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনাপুঞ্জ সুচারুভাবে বর্ণিত হয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ পাঠকের কাছে এটি মুক্তিযুদ্ধের আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক সপ্তম গবেষণাগ্রন্থ এটি।
২. আদিবাসী বিয়েকথা
প্রকাশক : কথাপ্রকাশ (বইমেলায় প্যাভিলিয়ন-৫)
প্রচ্ছদ এঁকেছেন : সব্যসাচী হাজরা
মূল্য : ২৫০ টাকা (গায়ের মূল্য)
লেখকের বক্তব্য : মাঠ পর্যায়ে আদিবাসী বিয়ে নিয়ে তিন বছর কাজের ফসল এই বই। আদিবাসী সমাজে বিয়ের উৎসবগুলো কেমন, বিয়ের লোকাচারগুলো কতটা বৈচিত্র্যপূর্ণ, বিয়ের গান-নাচ, বিয়ে নিয়ে লোকবিশ্বাস ও মিথ, বিয়ের পোশাক, অলংকার, খাবার এবং বিয়েবিচ্ছেদের রীতিগুলো কেমন—এ রকম বহু প্রশ্নের উত্তর খুঁজতে লেখক ও গবেষক সালেক খোকন ঘুরে বেরিয়েছেন আদিবাসী গ্রামগুলোতে। তুলে এনেছেন বিয়ে নিয়ে আদিবাসী জাতির নানা সংস্কৃতি। ১৫টি আদিবাসী জনগোষ্ঠীর বিয়ে উৎসবের লোকাচার, গান-নাচ, লোকবিশ্বাস, লোককাহিনী, খাদ্য, অলংকার, কনে বিদায় ও বরণ এবং বিয়েবিচ্ছেদের রীতিসহ আদিবাসী বিয়ের সব কথাই সরল গদ্যে তুলে ধরা হয়েছে আদিবাসী বিয়েকথা গ্রন্থটিতে। গ্রন্থটি বর্তমান ও ভবিষ্যৎ পাঠকের জন্য একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। এটি গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। এটি আদিবাসীবিষয়ক নবম গবেষণাগ্রন্থ।
৩. চন্দন পাহাড়ে
প্রকাশক : ইকরিমিকরি (বইমেলায় স্টল-৫৩১)
এঁকেছেন : শামীম আহমেদ
মূল্য : ২৫০ টাকা (গায়ের মূল্য)
লেখকের বক্তব্য : শিশুদের জন্য আদিবাসী লোকগল্পের প্রথম বই এটি। সাঁওতাল সমাজে প্রচলিত একটি মিথ থেকে গল্পরূপ দেওয়া হয়েছে এখানে, যা শিশুদের মনোজগৎকে আন্দোলিত করবে এবং শিশুরা আদিবাসী সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠবে। বইয়ের প্রতিটি পাতায় পাতায় থাকছে মজার মজার অলংকরণ।