সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা আর নেই

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হুদার মৃত্যু হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ওই হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল নুরুল হুদাকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।