ফুঁসে ওঠা সাগরের পানি ঢুকছে কুতুবদিয়ায়
নিম্নচাপের প্রভাবে ফুঁসে ওঠা জোয়ারের পানি একের পর এক ভাঙা বেড়িবাঁধ দিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ঢুকছে। পানিবন্দি হয়ে পড়ায় আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল কাজীরপাড়ায় প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার রাতেও জোয়ারের সময় এক দফা পানি প্রবেশ করেছে। সোমবার ফের দুপুরের জোয়ারের পানি বেড়িবাধঁ দিয়ে ঘরবাড়িতে প্রবেশ করছে।
স্থানীয় ছাত্র মো. আবদুল মান্নান, মৎস্যজীবী কামাল হোসেন, রেজাউল করিম, মো. কাজল, সাদেক, আবদুল জব্বার, তাহের, আবদুস শুক্কুরসহ অনেকে জানায়, জোয়ারের পানি দুই দফা কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে। তারা জানায়, বেড়িবাঁধ সংলগ্ন চৌধুরীপাড়া, কিরণপাড়া, কাজীরপাড়া, নাছিয়ারপাড়া, কাহারপাড়া, তেলিপাড়া, পণ্ডিতপাড়া ও বায়ু বিদ্যুৎ প্ল্যান্ট এলাকা দিয়ে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানি বাতাসের সঙ্গে ঢুকে পড়েছে। অনেকে স্থানীয় টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও মালামাল, গরু-ছাগল সরাতে পারেনি। মুহূর্তের মধ্যে কাজীরপাড়ায় প্রায় ২০০ ঘরে পানি ঢুকে পড়ে। সব মিলিয়ে কয়েকটি গ্রামের অন্তত দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ছাড়া উত্তর ধুরুং এলাকায় বেশ কয়েকটি স্থান দিয়ে সাগরের পানি প্রবেশ করছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। লোকজন অভিযোগ করে, জরুরি সময়ে আলী আকবর ডেইল ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্যের মুঠোফোন বন্ধ। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফার মোবাইল ফোনও বন্ধ।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী বলেন, যেসব এলাকায় জোয়ারের পানি প্রবেশ করছে- ওই সব এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি সরেজমিন পরিদর্শনেও যাচ্ছেন বলে জানান।