সঙ্গীতজ্ঞ সুধীন দাশ আর নেই

প্রবীণ সঙ্গীতশিল্পী ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুধীন দাশ।
নজরুল সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা জানান, সুধীন দাশ দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তাঁর হজমে সমস্যা হচ্ছিল। আজ সকালে তাঁকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে আনা হয়। এরপর থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সুধীন দাশ স্ত্রী নীলিমা দাশ ও একমাত্র সন্তান সুকন্যা হাসান মিতুকে রেখে গেছেন।
সুকন্যা হাসান মিতুর স্বামী হাসান মাহমুদ স্বপন জানান, আগামী বৃহস্পতিবার সুধীন দাশের মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর মিরপুরের বাসায়। সেখান থেকে নিয়ে আসা হবে নজরুল ইনস্টিটিউটে। সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুধীন দাশের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপনের পর পোস্তগোলা শ্মশানঘাটে সুধীন দাশের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।