কাঁদলেন সাঈদ খোকন

জানতে চাওয়া হয়েছিল প্রতিক্রিয়া। সাঈদ খোকন জানালেন, তিনি ব্যথিত ও শোকাহত। খুব বেশি বলতে পারছিলেন না। চোখে চশমা। কিন্তু তাতেও বোঝা যাচ্ছিল তাঁর চোখ ছল ছল করছে। আনিসুল হকের জন্য দোয়া চাইলেন। ততক্ষণে সাঈদ খোকনের চোখ দিয়ে ঝর ঝর করে পড়ছে পানি।
আনিসুল হককে নিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত। আমরা অত্যন্ত শোকাহত। আমরা অনেকটাই বাকরুদ্ধ। তাঁর ছোট ভাই হিসেবে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
সিটি করপোরেশন নির্বাচনে একই সঙ্গে জয়ী হয়েছিলেন দুজন। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র তাঁরা। ২০১৫ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটির মেয়র হয়েছিলেন আনিসুল হক ও দক্ষিণের মেয়র হয়েছিলেন সাঈদ খোকন।
মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাসকুলাইটিস’-এ আক্রান্ত হয়ে সাড়ে তিন মাস যুক্তরাজ্যে চিকিৎসাধীন ছিলেন আনিসুল হক। সেখানেই চিরবিদায় নিলেন বাংলাদেশের নানা ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব আনিসুল হক।