উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ কোটি মুসলমান ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
ঢাকার বাইরে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম : চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রধান ঈদ জামাত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরীতে ২৫৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদের জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মো. আলা উদ্দিন। ঈদের প্রধান জামাতে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহামুদুল ইসলামসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগের নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সিটি মেয়র নগরবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, সরকার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার অধিকার নিয়ন্ত্রণ করছে।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকালে বৃষ্টির কারণে নগরীর প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবর্তে পাশের জিমন্যাসিয়াম হলে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব কারি মোহাম্মদ ইবরাহিম। এতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
এদিকে জেলার ১৭টি উপজেলায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে জেলার বেশির ভাগ এলাকাতেই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : জেলার সাত শতাধিক ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ভি জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং পুলিশ সুপার মাহবুবুর রহমান পুলিশ লাইন্স ময়দানে নামাজ আদায় করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, জেলার সাত শতাধিক ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিজানুর রহমান, ঝিনাইদহ : দেশ ও জাতির শান্তি কামনার মধ্য দিয়ে ঝিনাইদহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজিব আলম সিদ্দিকী সুমি, মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ মশিউর রহমান, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নামাজে ইমামতি করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও কোরআন বিভাগের প্রধান আমিনুর রহমান।
এছাড়াও স্থানীয় হেলথ মসজিদ ঈদগাহ, আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দুটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় জামতলা ঈদগাহ এবং একই সময়ে নগরীর খানপুর হাসপাতাল সড়কে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের দুটি জামাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা অংশ নেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। মুসল্লিরা জামাতে দাঁড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লিরা নামাজ আদায় করেন।
এক ঘণ্টা পর সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ঈদ জামাত। প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশগ্রহণ করে। প্রথম জামাতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
কাকন রেজা : শেরপুর : শেরপুর জেলার সর্বত্র বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। শেরপুর জেলা শহরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মাঠে। জামাতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
এ ছাড়া শেরপুরের চাপাতলী ঈদগাহ মাঠ, মাঈ সাহেবার ঈদগাহ, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা, নবীনগর মাদ্রসা মাঠ, পুলিশ লাইন, কাজীবাড়ি ঈদগাহ মাঠসহ বিভিন্ন ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জেলা সদরসহ ঝিনাইগাতী, শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলাতেও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাতের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ প্রশাসন সতর্ক ছিল। প্রতিটি ঈদের জামাতের নিরাপত্তা বিধানে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লোকজন নিয়োজিত ছিল।
জাহিদুর রহমান, সাভার : সকালে সাভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সাংসদ ডা. এনামুর রহমানসহ সমাজের সর্বস্তরের মানুষ।
অন্যদিকে সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী আবু বক্কর সিদ্দিক জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ সমাজের সর্বস্তরের মানুষ।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজে আসা মুসল্লিরা এ সময় একে অপরকে জড়িয়ে ধরে ঈদের কুশল বিনিময় করেন।
এদিকে ঢাকার ধামরাইয়ে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ধামরাইর সাবেক সাংসদ বেনজীর আহমেদ ও পৌর মেয়র গোলম কবিরসহ সমাজের সর্বস্তরের মানুষ।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে বৃহৎ এ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা নোমান হাবিবের ইমামতিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সব শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া শেরপুর ঈদগাহ ময়দান, হাসপাতাল মসজিদ, টেংকেরপাড় মাঠ, পুনিয়াউট আমির হামজা মসজিদ প্রাঙ্গণ, স্টেডিয়াম মাঠ, ভাদুঘর ইদগাহ মাঠ, ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা এবং ফাটাপুকুড় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শহরের কোর্টপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের এ জামাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার ১৫ হাজার মুসল্লি শরিক হন।
দেওয়াস গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : সকাল ৮টায় সুনামগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
এই জামাতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
সকাল সাড়ে ৮টায় লক্ষণশ্রী তেঘরিয়া ঈদগাহ ময়দানে জামাতে নামাজ আদায় করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সমাজকর্মী দেওয়ান গনিউল সালাদীন ও হাসনরাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। আরপিননগর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ ছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের আরো ১৪টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নাসির আহমেদ, গাজীপুর : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল ৮টায় ভাওয়াল রাজবাড়ী মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. মনির আহমেদ খান। প্রধান ঈদ জামাতে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ঈদের প্রধান ও প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহর পরিবর্তে কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল নবী হক্কানী। প্রধান জামাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় দেশ জাতি তথা সবার জন্য মঙ্গল কামনা ও দোয়া প্রার্থনা করা হয়।
এ ছাড়া কোর্ট জামে মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, মুসলিমপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ভজন দাস, নেত্রকোনা : সকাল সাড়ে ৯টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের মোক্তারপাড়াস্থ বড় মসজিদ প্রাঙ্গণে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অগণিত মুসল্লি এতে অংশগ্রহণ করেন। এই জামাতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা পরিষদ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
জেলা শহরের সাতপাই কলেজ মাঠ, পুলিশ লাইনস মাঠ, বিজিবি ক্যাম্প, আলিয়া মাদ্রাসা, নাগঢ়া ঈদগাহ মাঠ, চন্দ্রনাথ স্কুল মাঠসহ বিভিন্ন মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার ১০টি উপজেলায় ও বিভিন্ন গ্রামে প্রায় দুই হাজার মসজিদে ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহে যায়। সকাল ১০টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মসজিদে। জামাতে ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও গাবতলী মাদ্রাসার অধ্যক্ষ সাইয়েদ কামাল উদ্দিন জাফরি। পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশ নেয়।
নামাজ শেষে প্রতিমন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ ছাড়া শহরের জেলা কালেক্টরিয়েট মসজিদে নামাজ আদায় করেন পুলিশ সুপার সাইফুল আল আবদুল্লাহসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।