ঘটনাস্থল ধুয়েমুছে সাফ
ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনাস্থল ধুয়েমুছে পরিষ্কার করে ফেলা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, স্থানটির চারপাশে ‘ক্রাইম সিন, ডু নট ক্রস’ লেখা হলুদ রঙের বেষ্টনী দেওয়া রয়েছে। কিছুদূরে একটি পুলিশভ্যান ও কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। দুই কিশোর পানি ঢেলে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে ফুটপাতে লেগে থাকা রক্ত। তখন পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি।
বেলা সোয়া ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার গোলদারের সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের। সে সময় তিনি লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। সেখান থেকে ঘটনাস্থলে যাবেন বলে এনটিভি অনলাইনকে জানান তিনি।
দুপুর পৌনে ১টার দিকে তদন্ত কর্মকর্তার সঙ্গে আবারও যোগাযোগ করা হলে জানা যায়, তখনও তিনি ঘটনাস্থলে যাননি। স্থানটি পরিষ্কার করে ফেললে আলামত নষ্ট হবে কি না—তা জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, লাশ এবং অন্যান্য সব প্রয়োজনীয় আলামত সংগ্রহে আছে। তাই ঘটনাস্থল ধুয়ে ফেললেও তদন্তে কোনো সমস্যা হবে না।
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সুব্রত কুমার।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. অজয় রায়ের ছেলে।
ওই ঘটনায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও জখম করে দুর্বৃত্তরা। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।
আরও পড়ুন :
ফটোসাংবাদিক ও ব্লগার অভিজিৎকে হত্যা