শেখ হাসিনার কাছে বিচার চাইলেন অভিজিতের বাবা
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায়। ছেলে হত্যার ঘটনায় আজ শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা দায়েরের পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
অজয় রায় বলেন, ‘এক অভিজিৎ গেছে। হুমায়ুন আজাদ গেছে। আরো হয়তো অজয় রায় যাবে। আমাদের মতো প্রগতিশীল মানুষদের থাকার অযোগ্য হয়ে দাঁড়াবে লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ। (এই দেশ) এখন জঙ্গিদের আস্তানায় পরিণত হবে। কাজেই আমি চাইব, সরকার অবিলম্বে এসব জঙ্গির তৎপরতা বন্ধ করবে। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আজকে শেখ হাসিনার সরকারের কাছে একজন হতভাগ্য পিতা হিসেবে তাঁর কাছে আমার এই দাবি।’