সালাউদ্দিন কাদের চৌধুরী সিংহপুরুষ ছিলেন : হুম্মাম
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী সিংহপুরুষ ছিলেন। সিংহপুরুষ হয়েই উনি বেঁচে থাকবেন।’
আজ রোববার সাকা চৌধুরীর দাফন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী। এর আগে সকাল সাড়ে ৯টায় রাউজানের গহিরা গ্রামে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
হুম্মাম বলেন, ‘এ রায় কোনো সময় জনগণ মেনে নেবে না। তাঁকে ফাঁসি দেওয়ার বিচার একদিন না-একদিন হবে। একদিন বিচারের আসল কাহিনী জাতির কাছে তুলে ধরা হবে।’
সাকা চৌধুরীর ছোট ছেলে আরো বলেন, ‘বাবা প্রাণভিক্ষা চাননি। তিনি জীবিত অবস্থায় কখনো মাথানত করেননি। মৃত্যুর সময় তিনি কালিমা পড়ে ফাঁসির মঞ্চে উঠেছেন।’
সাকা চৌধুরীর ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে আমি ও আমার পরিবার গর্ববোধ করি। তিনি হাসিমুখে জীবন দিয়েছেন।’
সাকা চৌধুরী কারো কাছে প্রাণভিক্ষা চাননি দাবি করে জামালউদ্দিন আরো বলেন, ‘আল্লাহ ছাড়া আর কারো কাছে তিনি মাথানত করেননি। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান।’
গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয় সাকা চৌধুরীর।