চকলেটের প্রলোভন দেখিয়ে চা বাগানে শিশু ধর্ষণ
মৌলভীবাজারে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে কুলাউড়া উপজেলায় কর্মদা ইউনিয়নের একটি চা বাগানে।
মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ছয় বছর বয়সী ওই শিশুর বাবা চাশ্রমিক। ঘটনার দিন সকালে তার মায়ের কাছে রেখে কাজে চলে যান বাবা। দুপুরের দিকে তার মা পাশের একটি বাড়িতে কাজে যান। এ সময় স্বপন রাজভর (২০) নামের এক যুবক দুই টাকার একটি নোট বের করে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যান। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে রাজভর পালিয়ে যান। শিশুটি কেঁদে কেঁদে তার মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ বাগানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্বপন রাজভরকে গ্রেপ্তার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন রাজভরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।