মোহাম্মদপুরে ‘শিবিরের’ তিন সদস্য গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/07/photo-1470557651.jpg)
রাজধানীর লালমাটিয়ায় অভিযান চালিয়ে ‘ইসলামী ছাত্রশিবিরের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. আশরাফ আজিজ ইশরাফ ওরফে ফাহিম, ইফতেখার জামিল ওরফে ফুয়াদ ও মো. রাশেদুজ্জামান ওরফে রাসেল। তাঁরা তিনজনেই শিবিরের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর আজ রোববার এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালমাটিয়া এলাকায় অভিযানে যায় মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। লালমাটিয়ার নিউ কলোনি মাঠের পূর্ব দক্ষিণ দিকে সিনডিস নামক একটি বেকারি ও ফাস্টফুডের দোকানের ভেতর থেকে তিন শিবির সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁরা নাশকতার ষড়যন্ত্র করছিল।
ওসি আরো জানান, গ্রেপ্তার করা শিবিরের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।