গাজীপুরে প্রতিমা ভাঙচুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/28/photo-1472399226.jpg)
গাজীপুরের কালীগঞ্জে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় ওই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকায় দুর্গামন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা দুর্গামন্দিরে প্রবেশ করে গণেশ, কার্তিক, অশুর, সিংহ প্রতিমার হাতসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায়। আজ রোববার সকালে মন্দিরের সহসভাপতি সুভাষ সূত্রধর মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যদের বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় কাপাইস দুর্গামন্দিরের সভাপতি নয়ন চন্দ্র দাস কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে ধারণা করা হচ্ছে, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে ওই ভাঙচুরের ঘটনা ঘটে।’